Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কেএমপির মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীসহ ৮ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের রুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাইলাল সরকার জানান, নগরীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযানে ৮ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা সদর থানাধীন দিলখোলা রোড এলাকার মোঃ ফিরোজ হাওলাদারের ছেলে মোঃ শাহিন হাওলাদার ওরফে জুম্মান (২৫), সোনাডাঙ্গা থানাধীন বসু বাড়ী চিরুনী ফ্যাক্টারী এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে মোঃ সানি (২৫), নগরীর শেখপাড়া জনতা ব্যাংকের গলির আব্দুল সাত্তার হাওলাদারের ছেলে মেহেদী হাসান (২৬),  খালিশপুর উত্তর কাশিপুর মালা গ্যারেজের মোড়ের বাসিন্দা মোঃ আজিজ শেখের ছেলে মোঃ হাসিব (২২), খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া এলাকার মোঃ আক্কাস শেখের ছেলে মোঃ মিন্টু শেখ (৩৮), হরিণটানা থানাধীন জব্বার সড়ক এলাকার মোঃ মাসুদ সরদারের স্ত্রী মোছাঃ রাফেজা বেগম ওরফে পারভীন (৫০), খালিশপুর উত্তর কাশিপুর পদ্মা গেট এলাকার মোঃ সবুর শেখের ছেলে মোঃ তরিকুল ও একই এলাকার মোঃ আমিরুল শেখের ছেলে মোঃ আমির হামজা হামিম (২২)।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন