ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার দাবি করেছেন, এ পর্যন্ত লড়াইয়ে ৪৩০০ রাশিয়ানকে হত্যা করেছে তার বাহিনী। ফেসবুকে দেয়া পোস্টে তিনি বলেছেন, যুদ্ধের প্রথম তিন দিনে এই সংখ্যা একেবারেই প্রাথমিক। এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে তার এ দাবি যাচাই করা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। অন্যদিকে যুদ্ধে কি পরিমাণ ইউক্রেনের সেনা নিহত হয়েছেন, তার কোন সংখ্যা প্রকাশ করেনি রাশিয়া। ইউক্রেনের হিসাব অনুযায়ী এ পর্যন্ত তারা ৪৩০০ রাশিয়ানকে হত্যা করেছে। ২৭টি বিমান ও ২৬টি হেলিকপ্টার ভূপাতিত করেছে।
ধ্বংস করেছে ১৪৬টি ট্যাঙ্ক, ৭০৬টি সাজোয়া যান, ৪৯টি কামান, ১টি বাক বিমান প্রতিরোধ ব্যবস্থা, ৪টি গ্রান্ড মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম, ৩০টি যানবাহন, ৬০টি ট্যাংকার, ২টি ড্রোন ও ২টি বোট।
খুলনা গেজেট /এএ