রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে বলে দাবি করেছে মস্কো।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, এ ছাড়াও শনিবার সরকারি সংবাদমাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বার বার সাইবার হামলা চালানো হচ্ছে।
এদিকে ইউক্রেনে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। সেনাদের সব দিক থেকে ইউক্রেনে হামলার নির্দেশ দিয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার জন্য ইউক্রেনে হামলা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন সরকার আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অভিযান আবার শুরু হয়েছে।
খুলনা গেজেট/এনএম