সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

রামপালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রামপাল প্রতিনিধি

বাগেরহাট জেলার রামপালে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার বাইতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের গিলাতলা খালে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

এ বিষয় রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, এখনও পর্যন্ত লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি। বাগেরহাট সদর অথবা মোড়লগঞ্জ থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন