ইউক্রেনে প্রথম দিনের অভিযান সফল : পুতিন

আন্তর্জা‌তিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি হোস্টোমেলের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে বৈশ্বিক পরাশক্তি রাশিয়া।

স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন।

ইউক্রেনের উত্তর-পূর্ব সীমান্ত, ক্রিমিয়া ও রাজধানী কিয়েভে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা প্রতিরোধের কথা জানিয়েছে ইউক্রেনও।

ইউক্রেনে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অভিযানকে ‘বিনা উসকানিতে হামলা ও অন্যায্য’ বলে আখ্যা দিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাশিয়ার সেনাদের ফিরিয়ে নিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তুমুল লড়াইয়ের পর চেরনোবিল পরমাণু কেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া।

প্রথম দিনের অভিযানকে সফল বলছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন