বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে কৃষক লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে সার ডিলার কর্তৃক কৃষক লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় নড়াইল আদালত সড়কে জেলা কৃষকলীগের আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ১৭ ফেব্রুয়ারী নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার কৃষক আলী মোহাম্মদ নড়াইল পৌরসভার রুপগঞ্জ বাজারের সার ডিলার মোঃ হাসানুজ্জামানের নিকট সার কিনতে আসেন। এসময় সারের দাম বেশী চাইলে কৃষক ভাউচার দাবী করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ডিলারের নির্দেশে ম্যানেজার কর্তৃক কৃষককে ঘাড় ধাক্কা দেওয়াসহ লাঞ্চনার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে লাঞ্চনার বিচার ও সংশ্লিষ্ঠ ডিলারের ডিলার শিপ বাতিলের দাবিতে এই মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা কৃষকলীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি সাইফুল ইসলাম, লাঞ্চিত কৃষক আলী মোহাম্মদসহ কৃষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ডিলার হাসানুজ্জামান কর্তৃক বর্তমান কৃষকবান্ধব সরকারের ভাবমুর্তি প্রশ্নবিদ্ধ করার তিব্র নিন্দা জানান এবং আগামী ৭ দিনের মধ্যে কৃষক লাঞ্চনার বিচার ও সংশ্লিষ্ঠ ডিলারের ডিলার শিপ বাতিলের দাবী জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন