সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজাহারুল ইসলাম দাফন-কাফনের জন্য তাদের এ টাকা দেন।
এদিকে নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার সদর থানার মালতী পাড়া গ্রামের ইমরাত হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৫)। কারখানার পাশে রুপায়ন মাঠের সোহরাব উদ্দিনের বাসায় পরিবারসহ ভাড়া থেকে চার মাস ধরে এই জুতার কারখানায় কাজ করছিলেন সুমাইয়া। অন্যজন খুলনা জেলার পাইকগাছা থানার খড়িয়া গ্রামের হামিদ মিয়ার স্ত্রী শাহানারা বেগম (৪৫)। তিনি রুপায়ন মাঠের জুয়েল হোসেনের বাড়িতে স্বামীসহ ভাড়া থেকে দুই মাস ধরে কারখানাটিতে কাজ করছিলেন।
ইউএনও মাজাহারুল ইসলাম বলেন, কারখানাটি মূলত গুদামের মধ্যে জুতার কারখানা পরিচালনা করছিল। কোনো ধরনের ফায়ার সেফটি সেখানে ছিল না। তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকার ইউনিওয়ার্ল্ড-২ ফুটওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনজন শ্রমিক মারা যান। তাদের মধ্যে দুই নারী বাথরুমে আটকা পড়ে মারা যান, অন্যজন পুরুষ দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। দগ্ধ হওয়ায় তার পরিচয় শনাক্ত করতে একটু সমস্যা হচ্ছে।
খুলনা গেজেট/ এস আই