খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
  ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন

রামপালে চোরাই গরু সহ চোর সিন্ডিকেটের সদস্য আটক

রামপাল প্রতিনিধি

বাগেরহাট রামপালে চোরাই গরু ও ট্রাকসহ চোরকে আটক করেছে স্থানীয়রা ৷ বুধবার (২৩ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৫ টার সময় উপজেলার গৌরম্ভা ইউনিয়ন থেকে মোঃ জাকির হোসেন নামে ওই ব্যাক্তিকে আটক করা হয় ৷ সে বরিশালের মোঃ আঃ জব্বার এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুব ভোরে সোনাকুড় গ্রামে একটি মিনি ট্রাকের উপরে তাবু দিয়ে ঢেকে প্রবেশ করে ৷ এতে এলাকাবাসীর সন্দেহ হয় ৷ এ সময় তারা ট্রাক চালককে গাড়ী থামাতে বললে সে চলন্ত গাড়ী থেকে ইট ছুড়ে মারে এবং বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে দেয় ৷ এতে স্থানীয় এক ব্যাক্তি গুরুতর আহত হন ৷ খবর পেয়ে এলাকার লোকজন বেরিকেড দিয়ে ট্রাক ও চালককে আটক করে মুখ ও পা বাধা অবস্থায় চারটি গরু দেখতে পায় ৷ এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক সহ চালক জাকিরকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় আন্তজেলা গরু চোর সিন্ডিকেটের সগুনা গ্রামের প্রভাস পাল এর ছেলে সুব্রত পাল, রূপসা এলাকার ওবায়দুল, লিটন সহ অন্তত ৪ জন পালিয়ে গেছে ৷

আটক জাকির জানায়, সে আদাঘাট গ্রামের আসাবুরের বাড়িতে গরু রাখতে এসেছিল ৷ এর আগেও সে বেশ কয়েকবার ওই বাড়িতে চোরাই গরু রেখে বিক্রয় করেছে ৷

রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন জানান, এ ঘটনায় আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ তদন্ত করে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!