আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খান খুনের ঘটনায় আলিয়ার আন্দোলনকারীরা সিবিআই তদন্তের দাবি জানালো এবং এই খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের কোণে কোণে লাগাতার আন্দোলন জারি রাখার আহ্বান জানালো আন্দোলনকারীরা।বুধবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে এক বৈঠকের পর সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রেস বিবৃতিতে এই দাবি ও আহ্বান জানানো হয়েছে। ঐ প্রেস বিবৃতিতে বলা হয়েছে,
১) প্রতিবাদী ছাত্রছাত্রীদের উপর লাঠি চার্জের এবং ৫৮ জনের গ্রেপ্তার এর জন্য ধিক্কার জানিয়ে আজকে ব্ল্যাক ডে পালন এবং বিকেল ৪ টা থেকে তিন ক্যাম্পাসের এর ছাত্রছাত্রীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন হবে পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে।
২) পরবর্তী কর্মসূচি আলোচনার পর জানানো হবে।
৩) খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, অন্যথায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরো বৃহৎ আন্দলোন গড়ে তুলবে।
৪) আনিস খান এর পরিবারের দাবি মতে সিবিআই তদন্তের প্রতি সম্মতি জানিয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আশা রাখি সরকার এই দাবিকে মান্যতা দেবে।
৫) পশ্চিমবঙ্গর সর্বত্র আনিস হত্যা নিয়ে ছোট ছোট আন্দোলন গড়ে তোলার আর্জি।
খুলনা গেজেট/ টি আই