Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পর্যটকদের জন্যে সুন্দরবন অবমুক্ত দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক দৈন্যদশার কাটিয়ে উঠতে পর্যটকদের জন্যে অবিলম্বে সুন্দরবন অবমুক্ত ঘোষণার দাবি জানিয়েছেন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের কাছে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে এদাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। এসময়ে এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মইনুল ইসলাম ও সম্পাদক এম নাজমুল আজম ডেভিড নেতৃত্বে অন্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, গত মার্চ থেকে সুন্দরবন ভ্রমনে সরকারের দেয়া নিষেধাজ্ঞা বলবদ। শতাধিক ট্যুর অপারেটরের অর্ধশত পর্যটকবাহী জাহাজ রয়েছে। এতে ট্যুর সংশ্লিষ্ট সহস্রাধিক পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত। তাদের অন্য কোন পেশা নেই, উপার্জনহীন তারা। অবিলম্বে সুন্দরবনে পর্যটকদের প্রবেশাধিকার নিশ্চিত করলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন