রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
নিউমার্কেট থানার ডিউটি অফিসার শাহীনুর আক্তার বলেন, ‘আগুন লাগার পর দ্রুতই ছড়িয়ে যায়। কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।’
মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকলেও বইয়ের এই মার্কেট এদিন খোলা ছিল বলে জানিয়েছেন দোকানিরা।
কয়েকজন দোকান মালিক জানান, করোনায় দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিয়ে মার্কেট মঙ্গলবারেও খোলা রাখা হয়েছে। আগুনে পোড়ার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে দেয়া পানিতেও ভিজে গেছে অনেক বই।
অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার বলেন, ‘আগুন নীলক্ষেত বই মার্কেটের লাভলি হোটেলের অংশ থেকে ছড়িয়েছে। নিচতলায় মার্কেটের অন্য দোকানগুলোতেও আগুন ছড়িয়েছে। কারণ ও উৎপত্তিস্থল এখনো নিশ্চিত করা যায়নি।’
মার্কেটে আগুনকে কেন্দ্র করে প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় করে। কিছুক্ষণ পরপর পুলিশ এবং ফায়ার সার্ভিস তাদের সরিয়ে দিলেও ফের জড়ো হন তারা। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়।
আগুন লাগার পর অনেক বই বিক্রেতা দোকান থেকে তাদের বই বের করে নিয়ে আসতে পারলেও অধিকাংকই পারেননি।
সবুজ ফটোকপি নামের দোকানের মালিক সবুজ জানান, নিচতলার একটা দোকান থেকে আগুন আশপাশের হোটেলসহ অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
দেশের সবচেয়ে বড় বইয়ের বাজার হিসেবে পরিচিত নীলক্ষেত বই মার্কেটে এর আগে ২০১৭ সালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের পাশের এই মার্কেটটিতে সব সময়ই শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
খুলনা গেজেট/ এস আই