একজন শামসুর রহমান। বৃহত্তর যশোর জেলার বামপন্থি রাজনীতির অন্যতম কিংবদন্তী। যশোর জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক। একজন আদর্শ শিক্ষক। একজন নীতিনিষ্ঠ আদর্শ মানুষ। সমাজ বদলের রূপকার। আজ চিরদিনের জন্য তিনি চলে গেলেন। পেছনে রেখে গেলেন বর্ণাঢ্য এক কীর্তিময় জীবন আর তার হাতে গড়া হাজারো শিক্ষার্থী। শামসুর রহমানের দেখানো পথে এই শিক্ষার্থীদের কেউ হয়ত অবহেলিত চিত্রাপাড়ের মানুষ ও জনপদকে আরো সামনে দিকে এগিয়ে নেবেন।
কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। শামসুর রহমানও ভুলত্রুটির ঊর্ধ্বে ছিলেন না। স্বাধীনতার আগে-পরের তার রাজনীতি নিয়ে অনেক তর্ক আছে, বিতর্ক আছে। হয়ত কলমের তুলির আঁচড়ে ভবিষ্যতে কেউ তার রাজনীতির চুলচেরা বিশ্লেষণ করবেন। তাতে উঠে আসবে তার রাজনৈতিক জীবনের অনেক অজানা কাহিনী।
সর্বোপরি শামসুর রহমানের মতো একজন নীতিনিষ্ঠ আদর্শ মানুষ আবার কবে চিত্রাপাড়ে জন্ম নেবে জানি না। তবে দীর্ঘদিন তার শুন্যতার অভাব বোধ করবে এই জনপদের রাজনীতি সচেতন মানুষ। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। পরোপারে ভালো থাকবেন আপনি। (ফেসবুক ওয়াল থেকে)
খুলনা গেজেট/ এস আই