নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সার্চ বা অনুসন্ধান কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠকটি শুরু হয়েছে।
ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নামের তালিকা পাঠাতে বৈঠকটিতে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে বলে আগেই জানিয়েছে কমিটি।
গতকাল শনিবার একটি বৈঠকে বসে ২০ জনের একটি নামের তালিকা তৈরি করে রাষ্ট্রপতির গঠন করে দেয়া সার্চ কমিটি।
অবশ্য শনিবার সার্চ কমিটি যে ২০ জনের নামের তালিকা প্রাথমিকভাবে তৈরি করেছে, সেখানে কারা রয়েছেন সে বিষয়টি জানানো হয়নি।
এ দিন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন জানিয়েছিলেন, আরও দু-একটি বৈঠক করে ১০ জনের চূড়ান্ত তালিকা করে রাষ্ট্রপতির কাছে দেয়া হবে।
বৈঠকে অংশ নিচ্ছেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
খুলনা গেজেট/ এস আই