পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহুরুল হককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সাতক্ষীরার সাংবাদিক মহল। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের নিউমার্কেট এলাকায় শহীদ আলাউদ্দিন চত্ত্বরে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের আহবায়ক সুভাষ চৌধুরী, দৈনিক কালের চিত্র সম্পাদক আবু আহম্মেদ, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক অধ্যাপক আনিসুর রহিম, চ্যানেল আই এর অ্যাড. আবুল কালাম আজাদ, আরটিভি’র রাম কৃষ্ণ চক্রবর্তী , দীপ্তটিভির সাংবাদিক রঘুনাথ খাঁ, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, ইনডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, ডিবিসির এম জিল্লুর রহমান, মোহনা টিভির আব্দুল জলিল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশের হাতে নির্যাতিত আওয়ামী লীগ কর্মী শেখ আব্দুর রহমানকে যুবলীগ অফিস থেকে পুলিশ ধরে নিয়ে যায় বৃহষ্পতিবার সন্ধ্যায়। এর পরপরই আব্দুর রহমানকে গ্রেপ্তারের কারণ জানতে পাটকেলঘাটা থানায় গেলে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার স্থানীয় সাংবাদিক ও পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন সাংবাদিক জহুরুল হকের বিরুদ্ধে সদর থানায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আরিফুর রহমান বাদি হয়ে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত মন ও বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, এ ধরনের মামলা হলেই তড়িঘড়ি করে গ্রেপ্তার না করার কথা স্বরাষ্ট্র মন্ত্রী জানালেও সাতক্ষীরার স্থানীয় প্রশাসন তা না মেনে তাদেরকে গ্রেপ্তার করে পরে মামলা দিয়েছে। অবিলম্বে সাংবাদিক জহুরুল হকের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বিশেষ কিছু ধারা প্রত্যাহারের দাবি জানান তারা।
এদিকে একই দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, আকরামুল হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই