খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
  ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন
  এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলা
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ডিসি

শহিদ মিনারে ব্যক্তি পর্যায়ে ২, সংগঠনের সর্বোচ্চ ৫ জনকে পুষ্পমাল্য অর্পণের অনুরোধ

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভা রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় ডেপুটি সিভির সার্জন ডাঃ এস এম কামাল হোসেন জানান, ২৬ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রম শুরু হবে। এর আওতায় এক কোটি ডোজ টিকা দেওয়ার উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। ২১ লক্ষ ব্যক্তিকে টিকা প্রদানের লক্ষ্যে এ পর্যন্ত খুলনাতে প্রথম ডোজ দেয়া হয়েছে ১৭ লক্ষ ৭১ হাজার ২৩৪ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ লক্ষ ৪৩ হাজার ৮৭৪ জন ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৯৮ হাজার ৩২০ জনকে।

সভায় ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম জানান, বর্তমানে খুলনা শহরের ১ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের সব এলাকায় সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে খুলনা জেলায় সকলের জন্য সুপেয় পানির নিশ্চয়তায় উদ্যেগ নেওয়া হচ্ছে।

মাধ্যমিক শিক্ষা অফিসার খো. রুহুল আমীন জানান, ২২ ফেব্রুয়ারি সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে, এছাড়া প্রাইমারি স্কুল ১ মার্চ থেকে খুলবে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, সেচ সুবিধা নিশ্চিত এবং অতিরিক্ত পানি নিঃশরনের মাধ্যমে ফসল উৎপাদনে কৃষকের সুবিধার কথা বিবেচনা করে সুইজগেটগুলো সচল রাখা প্রয়োজন। সভাপতি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তৃতায় মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেন, এখনো করোনার প্রভাব বিদ্যমান, তাই করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে সচেতনতামূলক প্রচারনা চালাতে হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে ব্যক্তি পর্যায়ে ২ জন এবং সংগঠন পর্যায়ে ৫ জন পুষ্পমাল্য অর্পণ কারার জন্য অনুরোধ জানান।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান  খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোঃ ছাদিকুর রহমান, কৃষি সম্প্রসারণ দপ্তরে উপপরিচালক মোঃ হাফিজুর রহমান সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!