পাইকগাছায় আবু হাসান (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার উপজেলার আগড়ঘাটা বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুটি তার পিতার নাম জাহাঙ্গীর আলম ও মাতার নাম হাজিরা বেগম এবং বাড়ি ঢাকায় বলে জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে সে তার পিতা-মাতাসহ সাতক্ষীরার আশাশুনী উপজেলার বড়দল গাজী বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ১৫ দিন ধরে বসবাস করত বলে জানিয়েছে।
সর্বশেষ গত মঙ্গলবার তাকে ঘুম পাড়িয়ে রেখে তারা কোথায় চলে গেছে তা জানা নেই তার। বর্তমানে ছেলেটি পাইকগাছা সমাজসেবা অধিদফতরের অধিনে থানা হেফাজতে রয়েছে।
খুলনা গেজেট/এনএম