খুলনার পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে পোনা ধরার অপরাধে চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত ৫শ’ কেজি পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নদী থেকে আহরিত পারশে মাছের পোনা শিববটী ব্রীজের কাছে বিক্রিকালে হাতেনাতে ৪ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমান আদালতে আটকৃত ৪ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেন । পরে জব্দকৃত মাছ শিবসা নদীতে অবমুক্ত করা হয়।
আটককৃতরা হলেন, কালনার মোঃ দিদার ইসলাম, দেলুটীর মোঃ হযরত আলী, গড়ইখালীর মোঃ আব্দুল আলিম ও নলডাঙ্গার মোঃ বিল্লাল শেখ।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পবিত্র কুমার দাস, সহকারী উপজেলা মৎস্য অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই