আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নতুন মুখ মাহমুদুল হাসান জয়।
গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেক হয় তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের। অভিষেক টেস্টে ০ ও ৬ রানে আউট হন ২১ বছর বয়সী এই তরুণ। তবে চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টে ঐতিহাসিক জয়ে ৭৮ রানের ইনিংস খেলেন জয়।
নিউজিল্যান্ড থেকে ফিরে চলতি বিপিএলে সোমবারের আগে ৮ ম্যাচে অংশ নিয়ে ২০৭ রান করেন জয়। বিপিএলের ফাইনালের পথেই রয়েছে জয়দের কুমিল্লা। সোমবার বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নেমেই আফগান সিরিজের দলে ডাক পাওয়ার সুখবর পেলেন জয়।
আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজটি শুরু হবে। সিরিজ শুরুর নয় দিন আগে দল ঘোষণা করল বিসিবি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি ও মাহমুদুল হাসান জয়।