চাঁপাইনবাবগঞ্জের সদর ও গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের গুমপাড়া গ্রামের মসলিম উদ্দিনের স্ত্রী তাজকেরা খাতুন (৪৫) ও গোমস্তাপুর উপজেলার দোসিমনি এলাকার আব্দুর রশিদের ছেলে রহমত উল্লাহ (৪)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রানিহাটি ইউনিয়নের চুনাখালী গুমপাড়া এলাকায় তাজকেরা খাতুনকে পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, রোববার দুপুরে গোমস্তাপুর উপজেলার দোসিমানি-কাঁঠাল নামক এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু শাহনিয়ামতুল্লাহ (৪) নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক লতিফুর রহমানকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
খুলনা গেজেট/এএ