বিপিএলের বাকি চারটি ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমিরা। প্লে-অফ ও ফাইনালে দর্শকদের মাঠে বসে খেলা উপভোগের অনুমতি দিয়েছে বোর্ড।
করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী থাকায় বিপিএল শুরু হয় দর্শক ছাড়াই। তবে বিপিএল শুরুর আগেই বিসিবি জানিয়েছিল, টুর্নামেন্ট চলাকালে করোনা পরিস্থিতির উন্নতি হলে দর্শক ফেরানো হতে পারে।
শেষপর্যন্ত তাই হচ্ছে। করোনার সংক্রমণ এখন আগের মত উদ্বেগের পর্যায়ে নেই। সরকারও ধীরে ধীরে বিধিনিষেধ তুলে নেওয়ার দিকে নজর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় মাঠে বসে দর্শকদের খেলা উপভোগের সুযোগ দিচ্ছে বিসিবি। প্রতি ম্যাচে ৩ থেকে ৪ হাজার দর্শক করোনা প্রটোকল মেনে খেলা উপভোগ করতে পারবেন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘সরকারের সাথে আমাদের আলোচনায় আমাদের বোর্ড সভাপতির আন্তরিক চেষ্টায় কিছু সংখ্যক দর্শককে মাঠে প্রবেশাধিকার দেওয়ার অনুমতি পেয়েছি। ৩-৪ হাজার দর্শক মাঠে খেলা দেখতে আসতে পারবেন।’
তবে টিকিট কেটে খেলা দেখার সুযোগ থাকছে না। টিটু জানান, ‘বিশৃঙ্খলার সৃষ্টি যাতে না হয় এজন্য টিকিট বিক্রি করতে হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজিদের সাথে যারা সম্পৃক্ত তাদের মাধ্যমে আমরা টিকিটগুলো দর্শকদের কাছে পৌঁছে দিব।’
করোনা পরবর্তী সময়ে মাঠে দর্শক ফিরেছিল পাকিস্তান সিরিজ দিয়ে। তবে সেই সিরিজে ধারণক্ষমতার অর্ধেক আসনের দর্শককে খেলা দেখার সুযোগ দেওয়া হয়েছিল। পরিকল্পনা ছিল বিপিএলে দর্শক সংখ্যা বাড়ানোর। তবে বাধ্য হয়ে দর্শক ছাড়াই শুরু হয় আসর।
করোনা পরবর্তী সময়ে এবারই প্রথম দর্শক ফিরবে দেশের ঘরোয়া ক্রিকেটে। এর আগে যতগুলো ঘরোয়া আসর আয়োজন করা হয়েছে, প্রত্যেকটিই ছিল দর্শকশূন্য মাঠে।
খুলনা গেজেট/ এস আই