বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

স্কুল ছাত্রী লামিয়ার শয্যাপাশে নজরুল ইসলাম মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

গত ৩০ আগস্ট ২৭নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া বাজার এলাকায় স্কুল ছাত্রী লামিয়া গুলিবিদ্ধ হয়। গতকাল সোমবার বাদ জোহর গুলিবিদ্ধ লামিয়াকে দেখতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

এসময় তিনি বলেন, ‘আজ দেশের মানুষ কোথাও নিরাপদ নয়। স্কুল ছাত্রী সে তার বাড়ির সামনে থেকে গুলিবিদ্ধ হবে। বর্তমান সময় মানুষ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। দেশে চলছে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নির্যাতন নিপিড়নের রাজত্ব।’ অবিলম্বে লামিয়ার উপর গুলিবর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান এবং লামিয়ার সুস্থাতা কামনা করেন নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, মেহেদী হাসান সোহাগ, জাকারিয়া লিটন, সুলতান মাহমুদ সুমন, সাইফুল ইসলাম মল্লিক, সোহেল খন্দকার, রেজাউল করিম, রাজু মল্লিক প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন