খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ড্রাম ট্রাকের চাপায় নগরীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাংবাদিক বেলাল উদ্দিনের ১৭ম শাহাদাৎবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ১৭ম শাহাদাৎবার্ষিকী আজ ১১ ফেব্রুয়ারি (শুক্রবার)। এ উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাব ও এমইউজে খুলনা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, কুরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

এ উপলক্ষে খুলনা প্রেসক্লাব বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১০ টা ৪৫ মিনিটে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অপরদিকে এমইউজে খুলনার উদ্যোগে ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টায় রায়েরমহলস্থ পারিবারিক কবরস্থানে শহীদের কবর জিয়ারত ও ১২ ফেব্রুয়ারি শনিবার জোহরবাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ২০০৫ সালের ৫ ফেব্রæয়ারি রাত ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে শক্তিশালী বোমা হামলায় গুরুতর আহত হন। পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন।

সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় খুলনা সদর থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দুইটি মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৯ নবেম্বর খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে আদালত চরমপন্থি নেতা হাসান, ইকবাল হোসেন স্বাধীন ও মেরাজকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদন্ড দেন। অন্যদিকে বিস্ফোরক অংশের মামলায় ওই আসামিদের একই সাজা দেওয়া হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!