আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি নিলাম শুরু হয়েছে। ধানমন্ডি ১৪ নম্বর সড়কে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ প্রক্রিয়া শুরু হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের একটি গাড়ি এরই মধ্যে বিক্রি হয়েছে। গাড়িটি কিনেছেন হাবিবুর রহমান নামের একজন ব্যবসায়ী।
গত ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। এই কমিটি নিলাম প্রক্রিয়া পরিচালনা করেছে।
কমিটির চেয়ারম্যান মানিক বলেন, ‘নিলামে সর্বোচ্চ দরদাতাকেই এই গাড়ি দেয়া হবে, এমন নয়। আমাদের একটা কাঙ্ক্ষিত দর রয়েছে, তার নিচে হলে আজকে গাড়ি বিক্রি হবে না। পরে আবারও নিলামে ওঠানো হবে।
‘আদালত আমাদেরকে দায়িত্ব দিয়েছে ইভ্যালির মূলধন বাড়ানোর জন্য, যাতে গ্রাহকদের টাকা শোধ করা যায়। যে সাতটি গাড়ি বিক্রি হচ্ছে সেগুলো পরিচালন কাজে ব্যবহার হতো না।’
ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলের একটি রেঞ্জ রোভার গাড়ি দিয়ে নিলাম প্রক্রিয়া শুরু হয়। ১ কোটি ৬০ লাখ ভিত্তিমূল্যের এই গাড়িটি বিক্রি হয় এক কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। ২০২০ সালের রেজিস্ট্রেশন করা গাড়ি এটি।
নিলামের শর্ত অনুযায়ী, ২০ শতাংশ নগদ অর্থ পরিশোধ করতে হবে। বাকি টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে।
খুলনা গেজেট/এনএম