খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আনসারকে সব ক্ষেত্রে আধুনিক করা হচ্ছে : প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা জানান।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার সকালে সমাবেশে বক্তব্য দেন সরকার প্রধান।

এতে তিনি বলেন, বর্তমান সরকার আনসারকে সব দিক দিয়ে আধুনিকায়নের পদক্ষেপ নিয়েছে। রেঞ্জ, জেলা, উপজেলা পর্যায়ে বাহিনীর জন্য আধুনিক ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে।

প্রতি বছরের মতো এবারও সমাবেশে আনসার সদস্যদের ‘সেবা ও সাহসিকতা পদক’ দেয়া হয়। এবার পদক পাওয়া ১৬২ জন আনসার সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যে সরকারপ্রধান আনসার-ভিডিপির উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। ওই সময় তিনি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখায় আনসার সদস্যদের প্রশংসা করেন।

তিনি বলেন, পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র, কক্সবাজারের মাতারবাড়ীতে উন্নয়ন মহাযজ্ঞ, চট্টগ্রামের কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল নির্মাণসহ সরকারের মহাপ্রকল্পগুলো বাস্তবায়নে ভূমিকা রেখে যাচ্ছেন আনসার সদস্যরা।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের সময় রেললাইনের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন আনসার সদস্যরা। সে সময় তাদের অনেককে জীবন দিতে হয়েছে। করোনাভাইরাস মহামারিতেও তারা যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন।

আনসার-ভিডিপির উন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরে সরকার প্রধান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় আনসার বাহিনীর অনেক সমস্যা ছিল। আওয়ামী লীগ এসে তাদের প্রমোশনের ব্যবস্থা করেছিল।

তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে আনসার বাহিনীর চাকরি স্থায়ী করার পদক্ষেপ নেয়া হয়। এখন ছয় বছর চাকরি করার পর স্থায়ী করার ব্যবস্থা করা হচ্ছে।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংক থেকে যথাযথভাবে ঋণ দেয়া হয়। ক্ষুদ্র ও মাঝারি ধরনের ঋণ বিতরণ করা হয়।

তিনি বলেন, করোনাকালে আনসার-ভিডিপি ব্যাংকে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এ ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ দেয়া হয়েছে। ব্যাংকের নিজস্ব ভবন নেই। সেই ভবন যাতে নির্মাণ হয়, সে ব্যবস্থাও নেয়া হচ্ছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে চায় জানিয়ে সরকারপ্রধান বলেন, আনসার বাহিনী তা বাস্তবায়নে ভূমিকা রেখে যাচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!