খরার কারণে আফ্রিকার তিন দেশ- কেনিয়া, সোমালিয়া ও ইথিওপিয়ার প্রায় ১ কোটি তিন লাখ মানুষ চরম ক্ষুধার শিকার হতে যাচ্ছে।
মঙ্গলবার এ আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটি জানিয়েছে হর্ন অব আফ্রিকার এই তিন দেশে পরপর তিন বছর বর্ষার মৌসুমে বৃষ্টি হয়নি। ১৯৮১ সালের পর থেকে সবচেয়ে শুষ্ক অবস্থা বিরাজ করছে অঞ্চলটিতে। খরায় ফসল নষ্ট হয়েছে এবং অস্বাভাবিক হারে গবাদিপশুর মৃত্যু হয়েছে। এতে গ্রামীণ পরিবারগুলো তাদের ঘর ছাড়তে বাধ্য হয়েছে।
পূর্ব আফ্রিকায় বিশ্ব খাদ্য কর্মসূচি’র আঞ্চলিক পরিচালক মাইকেল ডানফোর্ড বলেন, পানি এবং চারণভূমির সংকটের মধ্যে গড়ের চেয়েও কম বৃষ্টিপাত আরও ভয়াবহ পরিস্থিতি বয়ে আনতে পারে। দুর্ভিক্ষ এড়াতে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।