সুন্দরবনে হঠাৎ বাঘের আক্রমণ। বাঘের হাত থেকে বাঁচতে না পালিয়ে হাতের কাছে থাকা বৈঠা দিয়েই শুরু করেন যুদ্ধ। অবশেষে পরাস্ত হয় বাঘ। বেঁচে ফেরেন এক জেলে।
রোববার(৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দাঁড়গাঙ বড়খালে বাঘের আক্রমণের শিকার হন তিনি।
সোমবার(৭ ফেব্রুয়ারি) ভোরে সহকর্মীরা আহত অবস্থায় জেলে আবুল হায়াত ঢালীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
আহত জেলে আবুল হায়াত ঢালীর বাড়ি উপজেলার টেংরাখালী গ্রামে।
কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন আর রশিদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার সহযোগীরা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেনেছি।
স্থানীয় সূত্রে জানা যায়, কৈখালী ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে গত ২৯ জানুয়ারি পশ্চিম সুন্দরবনের গহিনে মাছ ধরতে যান আবুল হায়াতসহ মীরগাং গ্রামের বাবলু সানা ও নুর ইসলাম গাজী।
ঘটনার বর্ণনা দিয়ে বাবলু সানা ও নুর ইসলাম জানান, গত রোববার সন্ধ্যায় দাঁড়গাঙ বড়খালে মাছ ধরার সময় আবুল হায়াতের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। বাঘের অতর্কিত আক্রমণে তারা ভয় পেয়ে চিৎকার করতে থাকেন। এ সময় আবুল হায়াত তার হাতে থাকা বৈঠা দিয়ে আঘাত করলে বাঘটি পালিয়ে যায়।
স্টেশন কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, ‘বাঘের আক্রমণে আহত ব্যক্তিকে তার সহযোগীরা উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন বলে জেনেছি।’
খুলনা গেজেট/এএ