খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  হাইকোর্টে ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি নিয়োগ, আজ শপথ

খুলনা বিভাগে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৮২ জনের। এর আগে, শনিবার বিভাগে ২৩১ জনের করোনা শনাক্ত এবং ৩ জনের মৃত্যু হয়েছিল।

রোববার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে এদিন বিভাগের মধ্যে খুলনা, যশোর ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে সংখ্যা ৪৮২ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ১৪৮ জনের শনাক্ত হয়েছে। আর যশোরে ৮৫ জন ও কুষ্টিয়ায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া সাতক্ষীরায় ৫৮ জন, ঝিনাইদহে ২২ জন, বাগেরহাটে ৪৮জন, নড়াইলে ১৫ জন, মাগুরায় ৭জন, চুয়াডাঙ্গায় ৭জন ও মেহেরপুরে ২৫ জনের শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩০ জন।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৫ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৩০ জন।

শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ২৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৩৭ জন।

এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮২০ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৯ জন।

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!