Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
গণপরিবহনে পূর্বের ন্যায় ভাড়া কার্যকর

পূর্বের ভাড়া কার্যকরে খুলনার চারটি বাস মালিক সমিতিকে বিআরটিএ’র চিঠি

নিজস্ব প্রতিবেদক

আগামী ১সেপ্টেম্বর থেকে গণপরিবহেন পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী পরিবহন সংক্রান্ত এক চিঠি খুলনার চারটি মালিক সমিতিকে দিয়েছেন বিআরটিএ কর্তৃপক্ষ। আজ রবিবার এই পত্র প্রেরণ করা হয়েছে। সমিতির পাশাপাশি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে চিঠিটির অনুলিপি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে আসন সংখ্যার অতিরিক্ত কোন পরিবহন করা যাবে না। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ট্রাক্টর, হেল্পার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান, পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করতে হবে।

এছাড়া যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিস্কার পরিচ্ছন্নসহ জীবানুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। যানবাহনের মালিকগণকে যাত্রীগণের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবানুমুক্ত করার ব্যবস্থা করতে হবে এবং গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।

বিআরটিএ খুলনার সহকারী পরিচালক (ইঞ্জি:) মো: আবুল বাসার খুলনা গেজেটকে বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই চিঠি ইস্যূ করা হয়েছে। খুলনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি, খুলনা আন্ত: জেলা বাস মালিক সমিতি এবং খুলনা মোটর বাস মালিক সমিতিসহ আরও কয়েকটি দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। এই নিয়ম ভঙ্গ করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন