ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব খুলনা শাখা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ৬ষ্ঠ দিনে জয় পেয়েছে কাস্টম ঘাট বয়েজ ও পল্লী মঙ্গল ক্রিকেটার্স। আজ সোমবার খুলনা সার্কিট হাউস মাঠে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হয়। খুলনার প্রয়াত ক্রিকেটারদের স্মরণে খুলনা কোয়াব এ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে।
দিনের প্রথম ম্যাচে কাস্টম ঘাট বয়েজ ৪ উইকেটে বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমী ১৯ ওভারে মাত্র ৯৪ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। দলের হয়ে বাবু সর্বোচ্চ ২৪ রান করেন। এছাড়া বাবন করেন ১৯ রান। প্রতিপক্ষের আসলাম ৩টি ও নেয়ামুল ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে কাস্টম ঘাট বয়েজ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের রাহাত মাত্র ১৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আল আমিন ২৪ ও কাওসার ১৪ রান করেন। বয়রা একাডেমীর তারেক ও সিয়াম ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন আসলাম ও রাহাত।
দিনের দ্বিতীয় ম্যাচে পল্লী মঙ্গল ক্রিকেটার্স ৩ রানে বাপ্পী ফিডকে পরাজিত করে। আগে ব্যাট করে পল্লী মঙ্গল বয়েজ ১৯.৫ ওভারে ১৪০ রান সংগ্রহ করে অল আউট হয়। দলের ঋত্ব্কি ৩৩, বাপ্পী ২৯, ফাহিম ২৫ রান করেন। বাপ্পি ফিডের হয়ে বাপ্পী নেন ৩ উইকেট। এই ম্যাচের ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাহিম ও আল আমিন।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে বাপ্পী ফিড ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে সমর্থ হয়। দলের আল আমিন সর্বোচ্চ ৪৯ রান করেন। এছাড়া সুমন ৩৭ রান করেন। বিজয়ী দলের হাফিজ ৪টি ও মাহির ২টি উইকেট নেন।
খুলনা গেজেট/এএমআর