বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার প্রায় ১০ প্রজাতির ২৬ বন্য প্রাণী বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সুন্দরবনে অবমুক্ত করেছে র্যাবের একটি দল। অভিযানে সাথে ছিল কোস্ট গার্ড ও বনবিভাগের কর্মকর্তারা।
র্যাবের কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানিয়েছেন, গত ১৮ জানুয়ারি যশোরের মনিরামপুর, সাতক্ষীরার মুন্সিগঞ্জ ও ১৫ জানুয়ারি খুলনার পাইকগাছার কপিলমুনি থেকে ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী উদ্ধার করে র্যাব-৬। উদ্ধার এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে একটি মেছো বিড়াল, একটি সজারু, দুটি বানর, একটি গন্দগোকুল, একটি অজগর, দুটি গোখরা সাপ, দুটি ধুসর বক, ছয়টি ডাহুক পাখি, একটি পানকৌড়ি ও ৯টি সুন্ধি কচ্ছপ।
মাহফুজুল ইসলাম আরও বলেন, অবৈধভাবে একটি চক্র সুন্দরবনের এসব বন্যপ্রাণী সংরক্ষণ করছিলো। যেটি এই সুন্দরবনের জন্য ক্ষতিকর। এই কারণে গোয়েন্দা সদস্যদের তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। যারা এসব প্রাণী সংরক্ষণ করেছিল তাদেরকে জেল জরিমানা করা হয়েছে।
এরআগে গত বছর ২৭ নভেম্বর বাগেরহাট চন্দ্রমহল থেকে ৪৩ টি বন্য প্রাণী উদ্ধার করে অবমুক্ত করা হয় সুন্দরবনে।
খুলনা গেজেট/ এস আই