খুলনায় বেড়েছে করোনার সংক্রমণ। চলতি বছরের শুরু থেকেই বাড়তে শুরু করে শনাক্তের সংখ্যা। বুধবার (০২ ফেব্রুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ২৫ দশমিক ১৮ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৯৮ জন খুলনা মহানগরী ও জেলার। সবমিলিয়ে ৭১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৫৯ জন।
এছাড়া বাগেরহাটের ৪ জন, গোপালগঞ্জের দুইজন, সাতক্ষীরা ৩,জন, যশোর দুইজন, নড়াইল, পিরোজপুর ও ভোলার একজন করে শনাক্ত হয়েছে।