শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

‘দেশে নয়, এখন থেকে কলকাতায় কাজ করব’

বিনোদন ডেস্ক

ঢালিউডে বিরক্ত হয়ে এবার টলিউডে গিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম। বিকেলে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি।

হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আজ সকালেই কলকাতার একজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে, সেখানে গিয়ে সিনেমা বানাব, আমি প্রযোজনা করব।’

পরিচালক ও সিনেমার নাম জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই বলতে চাচ্ছি না। করোনা শেষ হলে সেখানে যাব, তারপর পরিচালক, নায়িকা, সিনেমার নাম সব জানাব।’

এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক পেজ থেকে এক লাইভে হিরো আলম বলেন, ‘কাল সারা রাত থেকে অনেক ভাবলাম, নিজের মনের কাছে প্রশ্ন করলাম। অনেক কিছু বিষয়ে ভেবে দেখলাম, আমি আর এফডিসিতে যাব না, আর কোনো চলচ্চিত্রও নির্মাণ করব না। পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছি, আর করব না। কারণ আমি দেখেছি, এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না। চলচ্চিত্রের লোকজন আমাকে কোনো দিন মেনে নেবে না।’

সেই লাইভে হিরো আলম অভিযোগ করেন, পরিচালক শাহীন সুমন তাকে অপমান করেছেন। এরপরই মঙ্গলবার এমন সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

এ ছাড়া এদিন ফেসবুকে এক স্ট্যাটাসে হিরো আলম লেখেন, ‘দেশে নয়, এখন থেকে কলকাতায় কাজ করব।’

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন