Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হজের নিবন্ধন নিয়ে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

গেজেট ডেস্ক

করোনা মহামারি পরিস্থিতিতে হজের নিবন্ধন এখনও শুরু হয়নি। তবে প্রাক নিবন্ধন কার্যক্রম চলছে। ফলে এ নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে হজের নিবন্ধনের কথা বলে হজে যেতে আগ্রহীদের কাছ থেকে অর্থ আদায় করছে এক শ্রেণির দালাল চক্র। কিন্তু কোভিড-১৯ এর কারণে সেই নিবন্ধন শুরু হয়নি। এ নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

প্রতিবছর সারাবিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে মক্কা ও মদিনায় যান। তবে করোনার কারণে তাতে লাগাম টেনে ধরেছে সৌদি আরব সরকার। এখন শর্তসাপেক্ষে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ পবিত্র নগরীতে হজ পালনের অনুমতি পান।

করোনা মহামারিতে ২০২০ সালে শুধু সৌদির মুসল্লিরা হজ সম্পাদন করেন। পরে পরিস্থিতি একটু অনুকূলে এলে ২০২১ সালে বিশ্বের সব দেশ থেকে ৬০ হাজার মানুষকে হজ পালনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন