খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি ক্যাম্পাসে ট্রাকচাপায় ছাত্র নিহত, ৫ ট্রাকে আগুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। এ ঘটনার পরপরই মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই ট্রাকসহ ক্যাম্পাসে থাকা ৫টি ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। নিহত ছাত্রের নাম মাহবুব হামিন হিমেল। তিনি চারুকলা অনুষদের চতুর্থ বর্ষে পড়তেন।

ক্যাম্পাসের দায়িত্বে থাকা উপপরিদর্শক আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্পাসে বিজ্ঞান ভবনের নির্মাণকাজ চলছিল। সে কাজের মালামাল পরিবহনে আসা যাওয়ার মধ্যে ছিল কয়েকটি ট্রাক। সোমবার রাত ৮টার দিকে পাথরবাহী একটি ট্রাক শহীদ হবিবুর রহমান হলের সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। তাতে ছিলেন হিমেলসহ তিনজন। ঘটনাস্থলেই হিমেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে পাঠানো হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। আরেকজনের আঘাত গুরুতর না হওয়ায় তাকে হলে নেয়া হয়।

এ ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ট্রাক আটকে তাতে আগুন দেয়। পুড়িয়ে দেয় আরও নিমাণসামগ্রী বহনকারী ৪টি ট্রাক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!