বার্সেলোনার মেডিকেল টেস্টে অংশ নিলেনই না লিওনেল মেসি। সোমবার থেকেই দল নিয়ে নতুন মরশুমের প্রস্তুতিতে নেমে পড়ার কথা কোচ রোনাল্ড কোম্যানের। তার আগে রোববার ক্লাবের সব ফুটবলারদের মেডিকেল টেস্ট হলো। যেখানে প্রথম সারির ৩১ জন ফুটবলার হাজির থাকলেও অধিনায়ক মেসির দেখা মিলল না।
এ বছর নতুন মরশুম শুরুর আগে প্রত্যেক ফুটবলারের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু তা থেকে সরে দাঁড়ানোয় সোমবার অনুশীলনে অংশ নিতে পারবেন না মেসি। যার জেরে বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে আর্জেন্টিনার মহাতারকাকে। সূত্রের খবর, ক্লাবের অনুশীলন সংক্রান্ত শৃঙ্খলাভঙ্গের দণ্ড স্বরূপ তাকে ২ থেকে ১০ দিনের জন্য বহিষ্কার করা হতে পারে। এমনকী তার মাসিক বেতনের ৭ শতাংশ জরিমানা ধার্য হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
মঙ্গলবারের অনুশীলনেও যদি মেসি যোগ না দেন, তাহলে ১০ থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড হতে পারেন তিনি। সেক্ষেত্রে কেটে নেয়া হতে পারে ২৫ শতাংশ বেতন। যদিও মেসির পক্ষ থেকে আগেই ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছিল যে, তিনি মেডিকেল টেস্টে অংশ গ্রহণ করবেন না। ফলে তার অনুপস্থিতি নিয়ে ক্লাব কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।
খুলনা গেজেট/এএমআর