সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদ বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও আছেন।
মন্ত্রিপরিষদের একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়। ফলে জানা যায়, সব মিলিয়ে বিভাগের প্রায় ৬০ জনের মতো করোনা আক্রান্ত। তারা সবাই বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
সচিবের একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক কোনো জটিলতা নেই।’
খুলনা গেজেট/এনএম