খুলনার তেরখাদা উপজেলা সদর ইউনিয়নের আটলিয়া এলাকার আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে ১৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘন্টা চেষ্টার পর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে।
খবর পেয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী তার প্রতিষ্ঠিত ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র প্রতিনিধিদের দ্রুত ঘটনাস্থলে পাঠান এবং ঘটনার পর থেকে এমপি প্রতিটি মুহুর্ত প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর রাখেন।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে আব্দুস সালাম মূর্শেদী এমপি’র নির্দেশে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র সদস্যরা খাদ্য সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় ভিডিও কনফারেন্সে মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেন। অগ্নিকান্ডে আশ্রয়ন প্রকল্পের ঘর দ্রুত পুনঃনির্মাণসহ ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবারের মানুষেরা ঘুরে দাড়ানোর পূর্বমুহুর্ত পর্যন্ত খাদ্য সহায়তার আশ্বাস প্রদান করেন।