খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব : বদিউল আলম
  বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

খুলনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে ইয়াবাসহ মোঃ সোহান শেখ (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে র‌্যাব-৬ অভিযান চালিয়ে এক হাজার ৯৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

মোঃ সোহান শেখ (২৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকড়া এলাকার ছেলে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শুক্রবার রাত ৯টার দিকে খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহনগরীর জিরোপয়েন্ট সংলগ্ন তামান্না ইলেক্ট্রনিক্স এর সামনে থেকে মোঃ সোহান শেখকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে এক হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইলফোন (১টি Samsung ১টি Walton), ২টি সীমকার্ড ও নগদ ৮ হাজার ৩শ’ টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত কেএমপি খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!