খুলনার পাইকগাছার কপিলমুনির বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় ব্যবসায়ী, নৈশপ্রহরীসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় গোটা এলাকায় শোকের পাশাপাশি ছড়িয়ে পড়ছে আতংক।
প্রতাপকাটি গ্রামের সেলিম গাজীর স্ত্রী গৃহবধূ পারভীন আক্তার (৩৫) দু’শিশু সন্তান রেখে হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাত আনুমানিক ১২ টার দিকে মৃত্যুবরণ করেন। এরআগে তার বুকে ব্যাথা অনুভব করলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। দ্বিতীয় ঘটনায় একই এলাকার মিনারুল ইসলামের স্ত্রী বুধবার রাত আনুমানিক ৩ টার দিকে নিজ বাড়িতে অসুস্থ্যজণিত কারণে মৃত্যুবরণ করেন। অপর ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে কপিলমুনির বাজারের নৈশ প্রহরী প্রতাপকাটীর মোঃ আরশাদ আলী (৫৫) নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।
এদিকে কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল আলম পিন্টুর মাতা মোছা: সায়েরা বেগম (৬৯) খুলনা আবুনাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সর্বশেষ ৫ম ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কপিলমুনির কাশিমনগর গ্রামের ত্রিদিব কান্তি বিশ্বাস(৩৪) এর। প্রতিবারের ন্যায় এবারো তিনি মাছ ধরতে সাগরে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে সমুদ্রের চর এলাকায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা রাতেই তাকে ট্রলারযোগে খুলনায় নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। স্ব-স্ব পারিবারিক সূত্র জানায়, প্রত্যেকেরই দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে।
এদিকে প্রায় প্রতিদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে আশংকাজনকহারে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি রীতিমত আতংক ছড়িয়ে পড়েছে। এজন্য সকলকে আরো বেশী সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শান্তিপ্রিয় সচেতন এলাকাবাসী।
খুলনা গেজেট/ টি আই