খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

ফেনসিডিল মাদক কিনা, রায় পহেলা ফেব্রুয়ারি

গেজেট ডেস্ক

ফেনসিডিল এক সময় ছিলো কাশির সিরাপ। ধীরে ধীরে তা হয়ে ওঠে তরুণ প্রজন্মের নেশার বস্তু। এটি আদৌ মাদক কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এ নিয়ে রায় দেয়া হবে আগামী পয়লা ফেব্রুয়ারি।

দেশে প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হয় ফেনসিডিল। চালানসহ আসামি গ্রেপ্তার এবং বহনে নেয়া হয় কৌশল। কখনো এসব মামলায় সাজা হয়, কখনো খালাস পেয়ে যান আসামিরা।

এবার দেশের সর্বোচ্চ আদালতের সামনে প্রশ্ন উঠেছে, ফেনসিডিল আদৌ মাদক কি না? অথবা এটি বহন করা কি অপরাধ? এমন প্রশ্ন এসছে, ১৯৯৭ সালে যশোরের চৌগাছায় ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার বাদল কুমার পালের মামলায়।

২০০০ সালে এ মামলায় তাকে যাবজ্জীবন সাজা দিয়েছিলেন যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল। কিন্তু ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উদাহরণ দিয়ে ২০০৩ সালে তাকে খালাস দেন হাইকোর্ট। বলেন, ফেন্সিডিল কোন মাদকই না। এটি পরিবহনও কোন অপরাধ না! তবে এবার আপিল বিভাগ চূড়ান্ত রায় দিবেন, ফেনসিডিল বহন ও সেবন অপরাধ কি না তা নিয়ে।

বুধবার (১৯ জানুয়ারি) শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, পার্শ্ববর্তী দেশ ভারতের বিশেষজ্ঞরা দেশটির সুপ্রিম কোর্টে মতামত দিয়েছেন ফেনসিডিলের অতিরিক্ত ব্যবহার মাদক বৈ অন্যকিছু নয়।

এ মামলা নিষ্পত্তির ওপর দেশের ফেনসিডিল সংক্রান্ত সব মামলার ভবিষ্যৎ নির্ভর করছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!