শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার(১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

সে ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামে মৃত আব্দুল আব্বাস দফাদারের পুত্র মুজিবুর রহমান দফাদার (৬০)।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, কৃষক মুজিবুর রহমান সকালে বেতাগ্রাম বিলে পানি সেচের জন্য মোটর চালাতে যায়।

এ সময় মোটরের সুইচে হাত দেয়া মাত্রই বিদ্যুৎ সার্কিট থেকে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাতপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত কৃষকের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন