শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

সেনাবাহিনীতে চাকরির নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ১ সদস্য’কে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আটক প্রতারক নড়াইলের মধুরগাতি এলাকার মৃত আলেফ ফকিরের ছেলে মোঃ আহাদুজ্জামান ফকির (৫০)। সে গিলাতলার ইর্ষ্টান জুট মিল এলাকার বাসিন্দা।

র‌্যাবের পাঠানো প্রেস রিলিজে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ৩ লাখ টাকা আত্মসাৎ তথা প্রতারনাকারী খুলনা দৌলতপুরের খালিশপুর এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে মোঃ আহাদুজ্জামান ফকিরকে আটক করে।

এ সময়ে আটক আসামির কাছে থাকা ১টি মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক প্রতারক জানায়, অভিযোগকারীর ভাইকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে নগদ দুই লাখ টাকা এবং পরে আরও এক লাখ টাকা সহ মোট তিন লাখ টাকা হাতিয়ে নেয়।

আসামির বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে এবং তাকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট / এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন