শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

চুকনগরে পরিবহনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

চুকনগরে পরিবহনের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের বাসুদেব দত্ত জানায়, সাতক্ষীরা জেলার তালা উপজেলার কপিলমুনি গ্রামের অসীত হালদারের পুত্র সুজিৎ হালদার (২৫) তার বাড়িতে শ্রমিকের কাজ করতো। গত ৯ জানুয়ারি সুজিৎ সাইকেল যোগে তার বাড়িতে যাচ্ছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে সে চুকনগর-যশোর সড়কের কাটাখালী ব্রীজ নামকস্থানে পৌছলে শামীম এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহী পরিবহন তাকে পিছন থেকে ধাক্কা দেয়। পরিবহণের ধাক্কায় সুজিৎ ব্রীজের পিলারের উপর ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন