মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নিউ ইয়র্কে ভবনে আগুন, ৯ শিশুসহ ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- বিবিসি।

বিবিসির খবরে বলা হয়েছে, রোববার নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় ১৯ তলাবিশিষ্টি ভবনটির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় স্থানীয় সময় ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়া ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, ‘নজিরবিহীন’ এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী কাজ করছে। তারা হতাহতদের উদ্ধার করে বাইরে নিয়ে আসছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন