বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ফেডারেশন কাপে আবাহনী চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ঢাকা আবাহনী লিমিটেড। আজ রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

আবাহনীর জয়ে একটি করে গোল করেন কলিনদ্রেস সোলেরার ও রাকিব হোসেন। আর রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন ফিলিপ আজাহ।

দুই মৌসুম পর ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছে আবাহনী। এ নিয়ে আসরে ১১টি শিরোপা ঘরে তুলেছে আবাহনী।

ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে আবাহনী এগিয়ে যায়। কলিনদ্রেস লক্ষ্যভেদ করেন। রাকিব হোসেনের পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁপায়ের শটে বল জালে জড়ান এই কোস্টারিকার ফরোয়ার্ড।

৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। বক্সের মধ্যে রাকিব বল পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান।

৭০ মিনিটে ব্যবধান কিছুটা কমায় রহমতগঞ্জ। আবাহনীর দুর্বার রক্ষণ ভেঙে কোনাকুনি শটে গোল করেন আজাহ। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন