করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সংক্রমণ আরও বৃদ্ধির শঙ্কা প্রকাশ করা হয়েছে। কমিটির ৫০তম সভায় সব ধরনের সমাবেশ বন্ধে করা হয়েছে সুপারিশ।
গতকাল শুক্রবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতসহ সারা বিশ্বে কোভিড-১৯-এর সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে, পাশাপাশি বাংলাদেশেও ঊর্ধ্বমুখী।
বিজ্ঞপ্তিতে চারটি সুপারিশ করেছে পরামর্শক কমিটি।
সুপারিশে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিয়ে, মেলা, ওয়াজ মাহফিল ও রাজনৈতিক সমাবেশও বন্ধ রাখার সুপারিশ করেছে জাতীয় কমিটি।