বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কমনওয়েলথের বাছাইপর্বের জন্য বাংলাদেশের নারী দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ঘোষিত স্কোয়াডের মূল দলে জায়গা হয়নি পেসার জাহানারা আলমের। তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

নিগার সুলাতানা জ্যোতির নেতৃত্বাধীন দল শনিবার (৮ জানুয়ারি) বাছাইপর্বের ভেন্যু কুয়ালালামপুরের উদ্দেশে দেশ ছাড়বে। এ বছরের জুলাই ও আগস্টে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসবে কমনওয়েলথ গেমসের এবারের আসর। সেখানে প্রমীলা ক্রিকেট ইভেন্ট থাকবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

প্রমীলা দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছি। বিশেষ কিছু ক্রাইটেরিয়া দেখে খেলোয়াড়দের দলে নেওয়া হয়েছে। তরুণদের সুযোগ দেওয়ার জন্য এটা ভালো মঞ্চ। আমাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে।’

মূল দলে জাহানারা না থাকলেও আছেন সালমা খাতুন, রুমানা আহমেদের মত অভিজ্ঞরা। একনজরে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিঙ্কি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুরাইয়া আজমিম।

স্ট্যান্ডবাই : জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজা তুল কোবরা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন