Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নিখোঁজের চারদিন পর খুলনায় কিশোরের লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যাকান্ড বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর দৌলতপুরের কারিগরপাড়া চৌধুরীর বিল এলাকা থেকে রিয়াজুল ইসলাম হৃদয় (১৮) নামের এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এঘটনা ঘটে। নিহত হৃদয় খালিশপুর থানাধীন গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসা এলাকার বাসিন্দা মোঃ মশিয়ার রহমানের ছেলে। হৃদয় পড়াশুনার পাশাপাশি একটি কোম্পানিতে মার্কেটিং বিভাগে চাকরি করতো।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন খুলনা গেজেটকে বলেন, শুক্রবার ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গলিত লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের আত্মীয়-স্বজন এসে লাশ রিয়াজুল ইসলাম হৃদয়ের বলে শনাক্ত করেন। হৃদয় গত ২৪ আগস্ট বাড়ী থেকে বের হয়ে আর ফিরে যায়নি বলে জানিয়েছেন স্বজনরা। এঘটনায় খালিশপুর থানায় তারা সাধারণ ডায়েরি করেছিলেন।

তিনি আরও জানিয়েছেন, নিহত হৃদয়ের মাথা থেতলে দেয়া হয়েছে। শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে- তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ এখানে ফেলে দেয়া হয়েছে। মরদেহ খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, হৃদয় খুব ভাল ছেলে। এলাকায় তার কোন শত্র“ ছিল না। তবে সে অন্যায়ের প্রতিবাদ করতো। সে কারণে কারো সাথে পুর্বশত্র“তা থাকতে পারে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন