ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর খুলনা শাখা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় জয় পেয়েছে কিংস ইলেভেন খুলনা ও লার্ন ক্রিকেট একাডেমী। আজ শুক্রবার খুলনা সার্কিট হাউস মাঠে প্রতিযোগিতার দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম ম্যাচে কিংস ইলেভেন খুলনা ৬ উইকেটে আবাহনী ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে আবাহনী ক্রিকেট একাডেমী ১৬.৩ ওভারে মাত্র ৬৪ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে মিরাজ ১৬, শ্রাবন ১২ রান করেন। কিংস ইলেভেনের হয়ে রাসেল ৩টি এবং বেলাল ও রাজু ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন খুলনা ৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে মাত্র ১৩ বলে ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৩৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন গোপাল। ১৬ রান করে অপরাজিত থাকেন বাপ্পী। প্রতিপক্ষের জুবায়ের নেন ৩ উইকেট।
দিনের দ্বিতীয় ম্যাচে লার্ন ক্রিকেট একাডেমী ৯০ রানে ড্রাগন গিল্ডকে পরাজিত করে। এ ম্যাচে আগে ব্যাট করে লার্ন ক্রিকেট একাডেমী ১৮.৪ ওভারে ১৯২ রানের বড় সংগ্রহ করে অল আউট হয়। দলের হয়ে মাত্র ২১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন রিয়াদ। এছাড়া সাকিব অপরাজিত ৩৪, নিখিল ২৮, মনির ২১ রান করেন। প্রতিপক্ষের শান্তুনু, রাসেল ও সৈকত প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ড্রাগন গিল্ড ১৬.৫ ওভারে ১০২ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে সমান ২৩ রান করে করেন জিম ও রাসেল। বিজয়ী দলের বাবর নেন ৪ উইকেট।
খুলনা গেজেট/এএমআর