পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে রাষ্ট্রায়ত্ব আলিম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলী শ্রমিকদের সকল পাওনা পরিশোধ ও মিল চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত।
সোমবার(৩ জানুয়ারী) বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত আটরা শিল্পাঞ্চলের আলিম জুটমিল্স গেটের সামনে খুলনা যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম সরদার। ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেজেআই মিলের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ মল্লিক।
বক্তৃতা করেন মোঃ আনোয়ার সরদার , মোঃ সালাম জোমাদ্দার, আব্দুস সাত্তার মোল্লা, আব্দুর রশিদ, মোঃ জহির খা, আবুল কাশেম সরদার, মোঃ কামরুজ্জামান, শেখ মুজিবর রহমান, আব্দুর রউফ, মোঃ জাকির সরদার, মোঃ মফিজ, আমির হামজা, ইউপি মেম্বার মোঃ বক্তিয়ার পারভেজ ও রাজিয়া বেগম প্রমূখ।
সভায় নেতৃবৃন্দরা বলেন, রাষ্ট্রায়ত্ব আলিম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলী শ্রমিকদের ৬৪ সপ্তাহের মজুরী, কর্মচারীদের ১১ মাসের বেতন বাকি রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে মিল চালু সহ শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে রাজপথ রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে।
আগামী ৬ জানুয়ারী সকাল ১১ টায় আটরা শিল্পাঞ্চলের আলিম জুটমিল গেটের সামনে লাল পতাকা মিছিল ও ১০ জানুয়ারী সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত আলিম জুট মিলের ১নং গেট চত্বরে প্রতীকি গণ অনশন কর্মসূচী পালিত হবে।
খুলনা গেজেট/ এস আই